১. সেবা ব্যবহার সম্পর্কিত শর্তাবলী
TRSP Exam Lab একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম যা বিভিন্ন ধরনের অ্যাডমিশন ও একাডেমিক
পরীক্ষা প্রদান করে। সেবা ব্যবহারের সময় আপনাকে অবশ্যই আমাদের নীতিমালা মেনে চলতে
হবে।
- সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
- অন্যের তথ্য ব্যবহার করা যাবে না।
- আমাদের সিস্টেমে কোনো অননুমোদিত প্রবেশ
নিষিদ্ধ।
২. অর্থপ্রদানের শর্তাবলী
আমাদের সেবা গ্রহণের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। পেমেন্ট সম্পর্কিত নীতিমালা
নিম্নরূপ:
- সকল পেমেন্ট অনলাইন পদ্ধতিতে সম্পন্ন
হবে।
- পেমেন্ট ফেরতযোগ্য নয়, যদি না অন্যথা
উল্লেখ করা থাকে।
- অর্থপ্রদানের জন্য তৃতীয় পক্ষের
পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হতে পারে।
৩. কপিরাইট এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি
TRSP Exam Lab-এর সমস্ত কন্টেন্ট, লোগো, এবং ডেটা কপিরাইট আইনের অধীনে সুরক্ষিত। এই
কন্টেন্টের অনুমতি ছাড়া ব্যবহার বা পুনরুৎপাদন কঠোরভাবে নিষিদ্ধ।
- সকল ডিজাইন এবং কন্টেন্ট আমাদের
সম্পত্তি।
- তৃতীয় পক্ষের অনুমোদন ছাড়া আমাদের
সম্পত্তি ব্যবহার করা যাবে না।
- আইনত প্রয়োজন হলে কপিরাইট লঙ্ঘনের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৪. গোপনীয়তা নীতি
আপনার তথ্য সুরক্ষিত রাখা আমাদের প্রধান দায়িত্ব। আপনার গোপনীয়তা রক্ষা করতে আমরা
সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করি।
- আপনার ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার
করা হবে না।
- আমরা কেবল ডেটা বিশ্লেষণের জন্য
অ্যানোনিমাইজড তথ্য ব্যবহার করি।
- আপনার সম্মতি ছাড়া আপনার তথ্য কোনো
তৃতীয় পক্ষকে প্রদান করা হবে না।
৫. যোগাযোগ
আমাদের শর্তাবলী সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য, আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে
যোগাযোগ করতে পারেন:
- ইমেইল: support@trsp.com
- ফোন: 01904445801
- ঠিকানা: 32-Purana Paltan Sultan Ahmed Plaza , Dhaka, Bangladesh