আপনার পরীক্ষার সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞাসা করুন।
এখনও কোনো প্রশ্ন জমা পড়েনি।
মডেল টেষ্ট প্রোগ্রামটি ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ থেকে শুরু হবে।প্রতিটি পরীক্ষা পরীক্ষার দিন সকাল ৯টা থেকে পরের দিন রাত ১২টা পর্যন্ত দেওয়া যাবে।প্রতিটি পরীক্ষার নম্বর ও লিডারবোর্ড পয়েন্টের সমন্বয়ে মডেল টেষ্ট প্রোগ্রাম শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।কিভাবে মডেল টেষ্ট প্রোগ্রামটি enroll করতে হবে তা দেখে নাও নিচের ভিডিওতে।
কেমন হবে TRSP এইচএসসি মডেল টেস্ট প্রোগ্রাম?
এইচএসসি পরীক্ষার Standard Question এর ওপর মডেল টেস্ট:
অবান্তর জটিল কঠিন প্রশ্ন নয় আবার গদবাঁধা প্রশ্নও নয়, পুরোপুরি এইচএসসি পরীক্ষার Standard প্রশ্ন। এতে তোমরা জটিল ও কঠিন প্রশ্ন দেখে আতঙ্কিত হবে না, আবার খুব বেশি গদবাঁধা সহজ প্রশ্ন দেখে অতিমাত্রায় আত্মবিশ্বাসীও হয়ে যাবে না। এইচএসসি পরীক্ষায় Standard প্রশ্নে নিজেকে যাচাই করতে পারবে, নিজের দূর্বলতাগুলো খুঁজে নিজেকে প্রস্তুত করতে পারবে।
অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক মডেল টেস্ট:
যে সকল বিষয়ে বহুনির্বাচনি অংশ রয়েছে সেগুলোর প্রতিটিরই বেশকিছু অধ্যায়/অংশের ওপর আলাদা আলাদা মডেল টেস্ট হবে, ফলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার কোন বিষয়ের কোন কোন অধ্যায়/অংশে দূর্বলতা আছে। বিষয়গুলোর প্রতিটি অধ্যায় কাভার করা হবে এই মডেল টেস্ট প্রোগ্রামে।
অতঃপর অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট পরীক্ষাগুলো শেষে থাকছে এইচএসসি পরীক্ষার আদলে ফাইনাল মডেল টেস্ট।
পুরো মডেল টেস্ট প্রোগ্রামটিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত থেকে নির্বাচিত বিজয়ীদের জন্যে থাকছে পুরষ্কার।
🎁 পুরস্কার:
--------------
🏆 ১ম পুরস্কার: একটি ব্র্যান্ড নিউ ট্যাবলেট
🥈 ২য় পুরস্কার: একটি আকর্ষণীয় স্মার্ট ওয়াচ
🥉 ৩য় পুরস্কার: একটি ক্যালকুলেটর
এছাড়া, প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রয়েছে চমৎকার গিফট হ্যাম্পার, যা তোমার পরিশ্রমের উপহার।
তোমার ও তোমার পরিবারের স্বপ্ন পূরণে আমরা রয়েছি তোমার পাশে।
তাই আর দেরি নয়, এখনই রেজিস্ট্রেশন করো এবং তোমার সাফল্যের পথে এক ধাপ এগিয়ে যাও। 💪
.
✨ 𝗬𝗼𝘂𝗿 𝗦𝘂𝗰𝗰𝗲𝘀𝘀, 𝗢𝘂𝗿 𝗣𝗿𝗶𝗱𝗲!
🎓 𝗚𝗲𝗮𝗿 𝗨𝗽 𝗙𝗼𝗿 𝗔 𝗕𝗿𝗶𝗴𝗵𝘁𝗲𝗿 𝗧𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄!
মোট প্রশ্ন: 0টি